Wellcome to National Portal

২৫ সে.মি বা ১০ ইঞ্চি এর চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত। ০১ নভেম্বর থেকে ৩০ জুন জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়া করা দন্ডনীয় অপরাধ।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বেহুন্দি জাল, চরগড়া জাল, কারেন্ট জাল, ঘোপ জাল এবং খুটা জাল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কীভাবে যাবেন

বরগুনা জেলা মৎস্য অফিসে আসতে হলে নিচের যেকোন পন্থা অবলম্বন করতে পারেন-

১. জেলা মৎস্য ভবনটি এলজিইডি ভবনের দক্ষিণ পাশে এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের পশ্চিম পাশে ও বইড়াল পাড়া নামক স্থানে অবস্থিত। 

২. সড়ক পথে: দেশের যেকোন স্থান থেকে পরিবহনের মাধ্যমে বরগুনা জেলার প্রাণকেন্দ্রে আসার পর রিক্সা যোগে জেলা মৎস্য ভবনে যেতে পারবেন।

২. জলপথে: দেশের যেকোন স্থান থেকে লঞ্চ যোগে বরগুনা জেলার প্রাণকেন্দ্রে আসার পর রিক্সা যোগে জেলা মৎস্য ভবনে যেতে পারবেন।