Wellcome to National Portal

২৫ সে.মি বা ১০ ইঞ্চি এর চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত। ০১ নভেম্বর থেকে ৩০ জুন জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়া করা দন্ডনীয় অপরাধ।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বেহুন্দি জাল, চরগড়া জাল, কারেন্ট জাল, ঘোপ জাল এবং খুটা জাল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়িচাষ এবং অন্যান্য জলজসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান।
বিস্তারিত

নির্ধারিত কোন ফরম নেই। আগ্রহী চাষী/ব্যক্তি সেবা প্রদান পদ্ধতি (ব্যক্তিগত যোগাযোগ, টেলিফোন/ মোবাইল ইমেইল/ ইন্টারনেট, মৎস্যচাষ বিষয়ক এ্যপস) অনুসরণপূর্বক সেবা গ্রহন করবেন।

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম  প্রাপ্তি স্থান: জেলা/উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়

সেবারমূল্য এবং পরিশোধ পদ্ধতি : বিনামূল্যে

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল: সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বরগুনা,জেলা কোড : ৮৭০০, টেলিফোন: +৮৮-০২-৪৭৯৯৩০১১৯, মোবাইল : ০১৭৬৯-৪৫৯৫৮৩