Wellcome to National Portal

২৫ সে.মি বা ১০ ইঞ্চি এর চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত। ০১ নভেম্বর থেকে ৩০ জুন জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়া করা দন্ডনীয় অপরাধ।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী বেহুন্দি জাল, চরগড়া জাল, কারেন্ট জাল, ঘোপ জাল এবং খুটা জাল ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ।


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প পরিদর্শন

১। দারিদ্র বিমোচন্ প্রকল্প এবং ক্ষ্রদ্রঝনকার্যক্রমের পুরুর পরিদর্শন ো পরামর্শ প্রদান।

২। রাজস্ব অর্থায়নে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম পর্যবেক্ষন।

৩। েদশীয় প্রজাতির েছাট মাছ সংরক্ষন কার্যক্রমের আোতায়া পোনা মাছ অবমুক্তি করন।

৪। মৎস্য সংরক্ষনে ফরমািলনের ব্যবহার নিয়ন্ত্রনে সচেতনতামূলক সভা এবং মোবাইল কোর্ট পরিচালনা।

৫। জাটকা আহরনকারী মৎস্যজীবিদের পুনর্বাসন কর্মসূচীর আোতায় নগদ অর্থ ো খাদ্য শস্য বিতরন।

৬। ঘূনিঝড় আইলা প্রকল্পের আোতায়ায় প্রশিক্ষন প্রদান, মৎস্য চাষীদের মাঝে উপকরন ো পোনা বিতরণ।

৭।এফ সি ডি আই (বন্যা নিয়ন্ত্রন ো সেচ প্রকল্প) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন।

৮। এই এ পি পি প্রকল্পের আোতায় মাছ চাষের কার্যক্রম গ্রহন, পরিচালনা এবং তদারকীর কাজ।

৯।বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের আোতায় ট্রলার মালিকদের লাইস্নে প্রদানে উদ্ভুব্ধকরণ।

১০। আর এফ এল ডি সি প্রকল্পের আোতায় ডানিডার অর্থায়নে পরিচালিত মাছ চাষ, নার্সারী কার্যক্রম, খাঁচায় মাছ চাষ কার্যক্রম পরিদর্শন।

১১।প্রধান প্রজনন মেৌসুমে মা ইলিশ সংরক্ষনের বিষয় সচেতনতা সভা এবং মোবাইল কোর্ট পরিচালনা।

১২।জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রমের আোতায় সচেতনতা সভা এবং মোবাইল কোর্ট পরিচালনা।

১৩।জেলেদের নিবন্ধন ো পরিচয়পত্র প্রদান প্রকল্প।